যে বলে খোদা দেখে না,
সে তো চিরকালের কানা
হাছন রাজা হইয়ে ফানা
গাইতে আছে এই গানা ॥
আমিত্বকে নাশ করিলে
আল্লা বিনে কিছু না।
রুহানির সেই কানা আছে
মোর জানা ॥
যে বলে খোদা দেখে না।।
আউয়ালে আখেরে আল্লা জাহির বাতিন।
আর যত ইতি দেখ কিছু কিছু না ॥
যে বলে খোদা দেখে না।।
কেবল এক খোদা দেখি, আর যত দেখি ফাঁকি।
ভাল করিয়া খেৱে আঁখি আল্লা বিনে কিছু না ॥
যে বলে খোদা দেখে না।।
যে দিকেতে আমি থাকি, সে দিকেতে আল্লা দেখি।
আল্লা বিনে আর কিছু আমি দেখি না ॥
যে বলে খোদা দেখে না।।
গাছে পাতে আল্লা দেখি, এ বিলে আর আছে নাকি
এক বিনে দ্বিতীয় আমার চোখে পড়ে না ॥
যে বলে খোদা দেখে না।।
হাছন রাজা হইছে ফানা গাইতে আছে এই গানা।
আমিত্ব ছাড়িয়া দেখ আল্লা বিনে কিছু না ॥
যে বলে খোদা দেখে না।।
সে তো চিরকালের কানা।
রুহানীর সেই কানা আছে মোর জানা ।
যে বলে খোদা দেখে না ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...