হাছন রাজা রে
কয়দিন, কয়দিন তোর আর বাকী।
এখনও তো নাচ তুমি লইয়ে সব সখী ॥

পুতের দাঁড়ি পাকিয়ে গেল
নাতির উঠিল রেকি।
এখনও তো সংসারী কামে রহিলায় ঠেকি ॥

দিন গেল দিন গেল
কেবল দেখি দেখি।
চিরকালই এইমতে কাল কাটাইবায় নাকি ॥

আনন্দ করিতে আছ
করিয়াছি সুখী!
পাছে দিয়া নাহি চাও কি রাখিয়াছি লেখি ।।

পরমাত্মা, জীবাত্মা
করে ডাকাডাকি ।
পিছন দিয়া ফিরিয়া চাইও না হইবায় দুঃখী ॥

হাছন রাজায় শুনিয়া বাক্য,
ফিরাইল আঁখি
বন্ধের সঙ্গে মিলত গিয়া, করে আঁকি বাঁকি ॥

Song: Hason Raja Re
Singer: Selim Chowdhury
Lyrics: Hason Raja


King of laughter
How many days, how many days you have left.
You still love to dance.

The boy's beard curled up
Natir Util Reiki.
I am still stuck in worldly work.

Day passed day passed
Just see.
Do you spend time like this forever?

You are here to enjoy
I'm happy!
If you don't want to give it, write what I have kept.

Paramatma, Jivatma
call out
Don't want to go back and be sad.

Hearing the words of the king,
Firail Ankhi
Goes together with the closure, draws and bends.