মনের ঘরে ইবলিশ চুরে
কেটেছে রে সিধ
তবু ভাঙলো না তোর নিদ।
একে একে সবই নিলো
টেরই পাইলা না।
বন্ধু কতো ঘুমাইবা!!
এতো ঘুম ঘুমাইলে রে বন্ধু
দোযকে যাইবা ॥

নেশার টানে, সীসা কানে
কিছুই শুনলা না
মগজে তোর শয়তানের বাস
টেরই পাইলা না ॥

জাহিদে কয় হলিরে ক্ষয়
নেশা ছাড়লা না।
তিন চোখে তোর
খন্নাসের বাস,
টেরই পাইলা না ॥

Song: Koto Ghumaiba
Singer: Kamruzzaman Rabbi
Lyrics & Tune: Zahid Kazi


Iblish steals into the house of the mind
Ray Sidh passed
But your sleep did not break.
Took everything one by one
I didn't feel it.
How much sleep friend!!
If you sleep so much, my friend
Go to hell

Intoxicated, lead in the ear
Heard nothing
Satan lives in your brain
I didn't feel it.

How many holiers are decayed in Zahid
Do not quit addiction.
Your three eyes
Khanna's bus,
I didn't feel it.