আইস হাছন রাজা
এই তোর ঘর বাড়ী রে
হাছন জানে ডাক্তে আছে
তাড়াতাড়ি রে ॥
তোমার ঘর তোমার বাড়ি,
তোমার বাগিচা
যে দেখিল সত্য দেখছে
যে না দেখছে মিছা ॥
বাগিচায় বানাইছ,
ফুল টঙ্গি ঘব,
সে ঘরে বসিয়া আমি
ডাকি নিরন্তর ॥
খিড়কী দিয়া দেখি আমি
বাগিচার মাঝে
দেখিয়া রঙ্গের ঝলক,
মন মোর মজে ॥
হাছন জানে বলে দেখিয়া
রূপের ছটক
চিরকালের জন্য মন মোর,
হইল আটক ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...