অলি বার বার ফিরে যায়,
অলি বার বার ফিরে আসে—
তবে তো ফুল বিকাশে।
কলি ফুটিতে চাহে ফোটে না,
মরে লাজে মরে ত্রাসে ৷৷
ভুলি মান অপমান দাও মন প্রাণ,
নিশি দিন রহো পাশে।
ওগো আশা ছেড়ে তবু আশা রেখে দাও
হৃদয়রতন-আশে ৷৷
ফিরে এসো ফিরে এসো,
বন মোদিত ফুলবাসে।
আজি বিরহরজনী,
ফুল্ল কুসুম শিশিরসলিলে ভাসে ৷৷
#RabindraSangeet #RabindranathTagore #রবীন্দ্র সঙ্গীত #গীতাঞ্জলী
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...