আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি
নাচিবি ঘিরি ঘিরি, গাহিবি গান ।
আন্ তবে বীণা—
সপ্তম সুরে বাঁধ তবে তান ৷৷
পাশরিব ভাবনা, পাশরিব যাতনা,
রাখিব প্রমোদে ভরি দিবানিশি মনপ্রাণ ।
আন্ তবে বীণা——
সপ্তম সুরে বাঁধ তবে তান ৷৷
ঢালো ঢালো শশধর, ঢালো ঢালো জোছনা ।
সমীরণ, বহে যা রে ফুলে ফুলে ঢলি ঢলি ।
উলসিত তটিনী,
উথলিত গীতরবে খুলে দে রে মনপ্রাণ ৷৷
#RabindraSangeet #RabindranathTagore #রবীন্দ্র সঙ্গীত #গীতাঞ্জলী
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...