আমার হৃদয় তোমার
আপন হাতের দোলে দোলাও,
কে আমারে কী-যে বলে
ভোলাও ভোলাও ৷৷

ওরা কেবল কথার পাকে
নিত্য আমায় বেঁধে রাখে,
বাঁশির ডাকে সকল বাঁধন খোলাও ৷৷

মনে পড়ে, কত-না দিন রাতি
আমি ছিলেম তোমার খেলার সাথি 
আজকে তুমি তেমনি ক'রে
সামনে তোমার রাখো ধরে,
আমার প্রাণে খেলার সে ঢেউ তোলাও ৷৷

#RabindraSangeet #RabindranathTagore #রবীন্দ্র সঙ্গীত  #গীতাঞ্জলী