এই কথাটি মনে রেখো,
তোমাদের এই হাসিখেলায় ৷
আমি যে গান গেয়েছিলেম
জীর্ণ পাতা ঝরার বেলায় ৷৷
শুকনো ঘাসে শুন্য বনে,
আপন-মনে, অনাদরে অবহেলায়
আমি যে গান গেয়েছিলেম
জীর্ণ পাতা ঝরার বেলায় ৷৷
দিনের পথিক মনে রেখো,
আমি চলেছিলেম রাতে সন্ধ্যাপ্রদীপ নিয়ে হাতে ৷
যখন আমায় ও পার থেকে
গেল ডেকে ভেসেছিলেম ভাঙা ভেলায় ৷
আমি যে গান গেয়েছিলেম
জীর্ণ পাতা ঝরার বেলায় ৷৷
#RabindraSangeet #RabindranathTagore #রবীন্দ্র সঙ্গীত #গীতাঞ্জলী
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...