যে ছিল আমার স্বপনচারিণী
তারে বুঝিতে পারি নি
দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে ৷৷
শুভখনে কাছে ডাকিলে,
লজ্জা আমার ঢাকিলে গো,
তোমারে সহজে পেরেছি বুঝিতে ৷৷
কে মোরে ফিরাবে অনাদরে,
কে মোরে ডাকিবে কাছে,
কাহার প্রেমের বেদনায়
আমার মূল্য আছে,
এ নিরন্তর সংশয়ে হায় পারি নে যুঝিতে
আমি তোমারেই শুধু পেরেছি বুঝিতে ৷৷
#RabindraSangeet #RabindranathTagore #রবীন্দ্র সঙ্গীত #গীতাঞ্জলী
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...