এগো সুন্দরী দিদি,
কথা শুনিয়া যা গো!
প্রাণ বন্ধু মোর কোথা আছে,
বলিয়া মোরে দে গো ॥
না হেরিয়া বন্ধু মম,
হইয়াছি মৃত সম ।
এখানে কি করি করি গো ॥
করিয়া মোর মন চুরি,
কোথা গেল প্রাণ হরি ।
ধরলে তারে না যায় ধরা,
কেমনে তারে ধরি গো ॥
হাছন রাজা বলে দিদি,
মনকে আমি কত সাধি।
মন হইয়াছে বিবাগী,
মানে না সে বিনে গো ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...