আগুন লাগাইয়া দিল কনে,
হাছন বাজাব মনে
নিবে না দারুণ আগুন
জ্বলে দিলে জানে ॥
ধাক ধাক করিয়ে উঠিল আগুন
ধৈল আমার প্রাণে ।
সুবমা নদীব জল দিলে
নিবে না সে কেনে ॥
লাগাইল, লাগাইল আগুন
আমার মন মোহনে ।
বাঁচি না গো বাঁচি না গে,
প্রাণ বন্ধু বিহনে ॥
জ্বলিয়া জ্বলিয়া যায় রে আগুন,
কিসে নাই মানে
বুঝিয়া দেখরে হাছন বাজা,
ধরাইল না তোর ধনে ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...