আমি না লইলাম আল্লাজীর নাম
না কইলাম তার কাম ।
বৃথা কাজে হাছন রাজায়
দিন গুয়াইলাম ॥
ভবের কাজে মত্ত হইয়া
দিন গেল গইয়া ।
আপন কার্য না করিলাম,
রহিলাম ভুলিয়া ॥
নাম লইব নাম লইব করিয়া
আয়ু হইল শেষ ।
এখনও না করিলাম
প্রাণ বন্ধের উদ্দেশ ॥
আশয় বিষয় পাইয়া হাছন (তুমি)
কর জমিদারি।
চিরকাল থাকিবে নি
হাছন রাজা লক্ষণছিরি ॥
কান্দে কান্দে হাছন রাজা,
কী হবে উপায়
হাসরের দিন যখন
পুছিবে খোদায় ॥
ছাড় ছাড় হাছন রাজা,
এই ভবের আশ
(কেবল) এক মনে চিন্তা কর,
হইতাম বন্ধের দাস ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...