কানাই তুমি খেইড় খেলাও কেনে
রঙ্গের রঙ্গিলা কানাই ।
কানাই তুমি খেইড় খেলাও কেনে ॥
এই কথাটা হাছন রাজার
উঠে মনে মনে।
স্বর্গপুরী ছাড়িয়া কানাই
আইলায় এ ভুবনে ॥
হাছন রাজায় জিজ্ঞাস করে
আইলায় কি কারণে ॥
কানাইয়ে যে কর রঙ্গ
রাধিকা হইছে ঢঙ্গ ।
উড়িয়া যাইব জুংরার পতঙ্গ
খেলা হইব ভঙ্গ ॥
হাছন রাজায় জিজ্ঞাস করে
কানাই কোন জন।
ভাবনা চিন্তা করে দেখি
কানাই যে হাছন ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...