কাঙ্গালের বন্ধু, কাঙ্গালের বন্ধু ও,
ডাকে হাছন রাজা কাঙ্গালে;
কি পিরীত করিয়া আমার
মন প্রাণ জ্বালাইলে।
আইস আইস প্রাণ বন্ধু,
আসিয়া লও কোলে।
ঠান্ডা হইব প্রেমের আগুন
কোলে তুলিয়া লইলে।
কোলে লও কোলে লও,
ধরি তোমার পায় !
কোলে লইয়া রাখ প্রাণ,
নতুবা প্রাণ যায় ॥
কোলে লইলে দেখিয়া যে
তোমার চাঁদ মুখ।
শান্ত হবে চিত্ত মোর
জুড়াইবে বুক ॥
এই বলিয়া হাছন রাজা,
কান্দন কইল সার
কান্দন দেখিয়া দয়া কি,
লাগে না তোমার ॥
দয়াময় নাম তোমার
সর্ব লোকে কয় ।
আমার প্রতি দয়া কেন
তোমার নাহি হয় ॥
আমার হয় এত মায়,
তোমার লাগিয়া
কি বুকে থাকিবে বন্ধু,
আমায় তেয়াগিয়া ॥
হাছন রাজার কান্দন শুনিয়া,
বন্ধের দয়া হইয়া।
সাক্ষাতে আসিয়া দাঁড়ায়
চাঁন্দকে জিনিয়া ॥
হাছন রাজায় বন্ধের মুখ,
যখন দেখিল
আনন্দিত হইয়া তখন,
নাচিতে লাগিল ॥
নাচে নাচে হাছন রাজা,
আর দেয় রে ফাল।
কোলে আইস কোলে আইস,
বলিয়া গুলে লাল ॥
এই কথা বলিয়া বন্ধুরে
আঞ্জা করিয়া ধইল ।
যত্ন করিয়া হাছন রাজায়,
হৃদকমলে থইল ॥
আনন্দিত হইয়া বন্ধু,
হৃদ মন্দিরে রইল।
হাছন রাজা চৌধুরীয়ে বন্ধুরে
কোলে তুলিয়া লইল ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...