কারে বন্ধে করিব পার মোল্লার ঝি
কারে বন্ধে করিব পার।
তোর বাপে করে নমাজ রোজা
আমি গোনাগার ॥
তোর বাপে দিনে রাইতে
নমাজ রোজা করে।
লোক সমাজে বসিয়ে কেন,
নিন্দা করে মোরে ॥
তোর বাপে সর্বদাই,
করে এবাদত।
মুই গুনাগারে লইনা কট
মোল্লার মত ॥
নমাজ নমাজ কও মোল্লাজী
জায়নামাজ নি চিন।
পিছ করটে আল্লা থৈয়া
ঢুস দেও যে ময়দান ॥
খোদা খোদা কও মোল্লাজী
খোদারে নি চিন।
গাইর বান্ধ দুধ থৈয়া
লেইনজ ধরি টান ॥
হাছন রাজার আল্লার
মুল্লায় নাহি দেখে।
আজলেব আন্ধি লাগছে
কট মোল্লাজীর চোখে ॥
চোখ থাকিতে দিনের কানার
মত নাহি হই।
সাক্ষাতে যে বন্ধু খাড়া
মোল্লায় বলে কই ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...