কারে তুমি বুঝাওরে বন্ধু,
তোমার পাগলা হাছন নাহি বোঝে।
পাগলা তোর হাছন জান তো,
যেমন তুমি বিনে কিছু
বোঝে না সোজে রে বন্ধু ॥
তোমার যে মক্কর, আমার যে চক্কর,
হাছন রাজায় তারে জানে।
যেখানে যা কর হাছন রাজা থাকে খোঁজে রে ॥
তুমি যে যেমন, আমি কি তেমন,
তোমার কি এসব সাজে ।
দেখিয়ে তোমার কীর্তি নীর্তি,
হাছন রাজা মরে লাজে রে ॥
তোমার যে হাছন, করে যে নাচন,
তোমার মন মোর মজে
হাছন রাজার মনে তোমায়,
রাখি হৃদের মাঝে রে ॥
বন্ধু ! তোমার পাগলা হাছন নাহি বোঝে ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...