কতদিন আর খেলবে হাছন byবাউলা মন -আগস্ট ৩০, ২০২৩ কতদিন আর খেলবে হাছন,ভবেরই খেলা ।খেলতে খেলতে হাছন রাজারনা লাগে ভালা ॥এই যে দেখ ভবের বাজার,কেবল এক জ্বালা ।স্ত্রী পুত্র কেহ নয় তোর,যাইতে একলা ॥হাছন জানে, হাছন রাজায়মাইল এক ঠেলা।চল চল শীঘ্র করিয়ে,চল শালার শালা ॥ Views
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...