ওরে হাছন রাজা মিয়া,
প্রেমের বান্ধন বান্ধ রে
দিলের জিঞ্জির দিয়া।
(আরে) ছুটিতে না পারে যেন
প্রাণ বন্ধু প্রিয়া ॥
এমন বান্ধন বান্ধবে তারে
দিল দড়াইয়া।
এক মনে তার প্রেমেতে,
যাইও রে মজিয়া ॥
দৃঢ় মনে প্রেম করিও
বুঝিয়া সুজিয়া ।
দিন রাইতে তার পানেতে
রইও রে চাহিয়া ॥
তিলে পলে কোন কালে
না থাকিও ভুলিয়া ৷
থাকিও থাকিও হাছন রাজা,
দিল লাগাইয়া ॥
প্রাণবন্ধে লইবে তোরে,
কোলে উঠাইয়া।
দিলের হযরত তোর,
যাইবে রে মিটিয়া ॥
হাছন জানে বলে তোরে
তোর মাঝে থাকিয়া।
আমার কথামতে চললে
পাইবায় রে রঙ্গিয়া ॥
হাছন রাজা শুনিয়া বলে,
না দিব ছাড়িয়া ।
অবশ্য হাছন জানরে
করব আমি বিয়া ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...