ওমা কালী! কালী গো!
এতনি ভঙ্গিমা জান ।
কত রঙ্গ ঢঙ্গ কর
যা ইচ্ছা হয় মন ॥
মাগো স্বামীর বুকে পা দেও মা
ক্রোদ্ধ হইলে রণ
কৃষ্ণরূপে প্রেমভাবে,
মামীর বসন টান ॥
আদ্যা শক্তি হইয়া মাগো!
পুত্রে রইলায় বর।
শতবার মারিয়া মাগো;
কর পুত্রের ঘর ॥
কখন কালী, কখন রাধা,
কখন গো তারিণী ।
জ্ঞান চক্ষে চাইয়া দেখি,
মা মোর পরাণী ॥
কালীরূপ ধরিয়া মাগো!
অসুর কইলায় নশ।
রামরূপে রাক্ষসগণ
করিলায় বিনাশ ॥
তুমি বাড়ি, তুমি ঘর মা!
তুমিই সংসার ।
তুমি বিনে অন্য জনা
কেহই নাই আর ॥
নানা সময় নানারূপে,
অবতার হইয়া।
ভক্ত বাঞ্ছা পূর্ণ কর
দুষ্টকে মারিয়া ॥
হাছন রাজা কালীভক্ত,
কালী পদ সার।
কে বুঝিতে পারে মায়ের,
অনন্ত ব্যাপার ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...