হাছন রাজায় কয়, আমি কিছু নয়রে
আমি কিছু নয়।
অন্তরে বাহিরে দেখি,
কেবল দয়াময় ॥
প্রেমের বাজারে হাছন রাজা,
হইয়াছে লয় ।
তুমি বিনে হাছন রাজায়,
কিছুই নাহি সয় ॥
প্রেমের জ্বালায় জ্বইলা মরলাম,
আর নাহি সয় ।
যেই দিকে ফিরিয়ে চাই,
বন্ধু দয়াময় ॥
তুমি আমি, আমি তুমি
ছাড়িয়াছি ভয় ।
উন্মাদ হইয়া হাছন,
নাচিয়া বেড়ায় ॥
Song: Hason Rajay Koy
Singer: Labony Shahriar
Lyric & Tune: Hason Raja
Hachhan Rajay Koy, I am some Nayre
i am nothing
Look inside,
Only kind
Hachhan is the king of the market of love,
done
You are the king of laughter.
Nothing.
I died burning with love,
And Nahi Sai.
Whichever way you want to turn,
Friend is kind.
You are me, I am you
I left the fear.
laugh madly
dancing
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...