প্রেমের বাজারে বিকে
মানিক সোনা রে।
যেই জনে চিনিয়া কিনে
লভ্য হয় দুনা রে ॥

সুবুদ্ধি ও সাধু যারা,
প্রেম বাজারে যায় তারা।
নির্বুদ্ধিরা ভব বাজারে,
বেগার খাটিয়া মরে রে।

প্রেম বাজারে বিকে রত্ন
ভব বাজারে নাই।
সাধু যারা শীঘ্র তারা
খরিদ করা চাই রে ॥

সাধু যাঁরা কিনে তারা
আনন্দিত হইয়া ।
কুবুদ্ধিরা বইয়া রইছে
ভবের বাজার চাইয়া রে ॥

মানিক রত্ন না কিনিলাম,
প্রেমবাজারে যাইয়া ।
ভব বাজারে বোকার মত
রইয়েছি বসিয়া রে ॥

হাছন রাজা বলে আমার
কি লিখছে ললাটে ।
যা লিখিয়াছে নিরঞ্জন
সে কি আর মিটে রে ॥