প্রেমের মানুষ নয় যারা,
হাছন রাজার গান শুনিস্ না তোরা
অপ্রেমিক তো মানুষ নয় রে,
জীবিত থাকতে সে মরা ॥
প্রেম নাই যারা আইস না ধার,
ঘরত মোর শীঘ্র বাহির হ
কাষ্টের মূর্তি ভূতের মত
করি না কারাকারা ॥
হাছন রাজা প্রেমে নাচে,
প্রেমিক পাইলে বসায় কাছে ৷
আঞ্জা করিয়া দেয় বুছে
হাছন রাজার এই ধারা ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...