প্রেমের বাজারে বিকে
মানিক ও সোনা রে ।
যেই জনে চিনিয়া কিনে
লভ্য হয় তিন দুনা রে ॥
প্রেমিকেরা প্রেম বাজারে,
করে আনা জানা।
অপ্রেমিক তো যায় না কেহই,
চৌখ থাকিতে কানা রে ॥
প্রেম বাজারে গিয়ে যারা
বানাইয়াছে থানা ।
মরণ তাদের দূর হইয়াছে
সর্বদাই জিনা রে ॥
হাছন রাজা প্রেম বাজারে
গিয়ে হইল ফানা।
নাচন পিছন করিয়ে গায়
প্রেমেরও গানা রে ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...