বুদ্ধি নাইরে, বুদ্ধি নিছে হরিয়া।
জীবিত থাকতে হাছন রাজা
চৌধুরী গেছে মরিয়া
ভাই! বুদ্ধি নাই রে ॥
বুদ্ধি সুদ্ধি নিছে মোর
আল্লায় হরিয়া
আল্লা দেখি হাছন রাজায়
ফিরে রে নাচিয়া ॥
জীবিত থাকতে মরি আমি
বন্ধুয়ারে পাইয়া
হৃদরের মাঝে মাবুদের খেলা
তাই রে দেখিয়া ॥
মাবুদ আল্লা দেখিয়ে হাছন,
ফিরে যে নাচিয়া
মাবুদ আল্লায় হাছন রাজা
লইয়া ছইন গছিয়া ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...