(ভালা) আইস আইস গো কোলে
রহমালী।
তোরে লইয়া বাপে পুতে,
করি টানাটানি ॥
এই কথা ঘরে ঘরে,
হইল জানা জানি।
আরিপরি সকলে দেখ,
করে কানাকানি ॥
বিদ্যা বুদ্ধি নাইরে আমার,
আমি যে অজ্ঞানী
তুমি ছাড়া বাপে পুতে,
কেউরে না জানি ॥
তুমি বিনে যত দেখি,
সকলই ফানি।
এক বিনে হাছন রাজায়,
অন্য না মানি ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...