দয়া নি করিবায় মোরে রে
ও বন্ধু দয়াল শ্যাম
দয়া নি করিবায় মোরে ॥
হাছন রাজায় বিনয় করি
ডাকে হে তোমারে ॥
আমি তো বসিয়া আছি
বন্ধে করব দয়া ।
অবশ্য মোর প্রাণের বন্ধে
করিবে মায়া রে ॥
মায়া দয়ার আশিক হইয়া
আছি আমি চাইয়া ।
মনের সাধ থাকি সদা
দুই চরণ বেড়িয়া রে ॥
হাছন রাজায় বলে আমি
চরণ ভিক্ষা চাই ।
দুই চরণ ছাড়িয়া যেন
কোথা না যাই রে ॥
চরণ ছায়ায় থাকি সদা
দেখি যে তোমারে।
হাছন রাজায় বলে এই
ভিক্ষা দেও মোরে রে ॥
হাছন রাজার মনের মাঝে
কেবল এই আশ।
চিরকালের জন্যে আমি
হইতাম তোমার দাস রে ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...