দয়াল কানাই! দয়াল কানাই রে।
পার করিয়া দেও কাঙ্গালীরে।
ভবসিন্ধু পার হইবার
পয়সা কড়ি নাই ।
দয়া করি পার করিয়া দেও
বাড়ি চলি যাই ॥
অকূল সমুদ্রের পাড়ি,
পার করে দেও তাড়াতাড়ি ।
সন্ধ্যা হইয়া আসিতেছে,
মনে ভয় পাই ॥
দয়াল বলিয়ে নাম তোর,
জানে সংসারে।
মুই অধমেরে পার করিয়া দেও,
চলি যাই ঘরে ॥
হাছন রাজায় ব্যগ্র দেখে
দয়া লাগে কানাইর বুকে
আইস ত্বরিয়ে কানাই ডাকে,
তোমায় নিয়া যাই ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...