হাছন রাজা হইয়াছে বাউলা ।
মাবুদ আল্লার লাগি—
হাছন রাজা যে আউলা ॥
হাছন রাজা হইয়াছে আউলা ॥
হাছন রাজা পাগল হইয়া
ডাকে মউলা মউলা ।
ডাক শুনিয়া আসব মৌলা
হাছন রাজা চাইয়ে রইলা।
মৌলা আসিয়া হাছন রাজারে
কোলে তুলিয়া লইলা ॥
কোলে থাকি লামাইমুনা
এই কথা বলিলা ॥
এই কথা বলিতে হাছন
রাজা চাইয়ে রইলা ।
লা ইলাহা ইল্লাল্লাহ
বলিতে লাগিলা ॥
মাবুদ আল্লার লাগি হাছন
রাজা যে আউলা ।
হাছন রাজা হইয়াছে
আল্লার লাগি বাউলা ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...