হাছন রাজা প্রেমের মানুষ,
প্রেমের নাচন নাচন করে।
হরিবল মন, হরিবল মন
বিকিয়ে হরির প্রেম বাজারে ॥

হাছন রাজা বিকিয়ে আছে
হরির নামে প্রেম বাজারে।
হরির নামে কীর্তন করিয়ে,
সব বেড়ায় ঘুরে ঘুরে ॥

হাছন রাজা নিমন্ত্রণ করে,
আইস রে ভাই প্রেম বাজারে
তুমি আমি সব মিলিয়ে,
প্রেম বিলাব ঘরে ঘরে ॥

হাছন রাজা যুক্তি করে,
প্রেমিক চল যাই নগরে।
অপ্রেমিক পাইলে পরে,
ধরিয়ে আনব প্রেম বাজারে ॥

হাছন রাজায় নাচন করে,
ধরিয়ে হরির শ্রীচরণে।
হরিবল মন হরিবল মন,
হরির চরণ ছাড়ব না রে ॥