প্রাণ প্রিয়সী মোরে
তুলিয়া লও কোলে ॥
বাসনা করিয়া হার,
গাঁথিয়াছি ফুলে।
কোলে লইলে হার পরাইব,
তুই প্রিয়সীর গলে।

মনে করিয়ে হাছন রাজায়
তাল বাজায়।
নাচিয়া নাচিয়া হাছন রাজায়
প্রেমের গান গায় ॥

মনের সাধ পূর্ণ কর,
কোলে লইয়া মোৱে ৷
এই বলিয়া প্রিয়সীরে,
আঞ্জা করিয়া ধরে ॥

আঞ্জা করিয়া ধরিয়া,
বুকে বুক মিলাইয়া।
হাছন রাজা নামটি তার,
দিল মিটাইয়া ॥

হাছন রাজা মিটিয়া বলে
আল্লাই আল্লা ।
কিছু নাই কেবলই
ইল্লাল্লা ইল্লাল্লা ॥