হাছন রাজা তো মইরব না byবাউলা মন -সেপ্টেম্বর ১৫, ২০২৩ হাছন রাজা তো মইরব না।ঘর ভাঙ্গিয়া ঘর বানাব,ভাবিয়া ভাব না ॥এথা হনে তথা যাব,তথা যাইয়া খেইড় খেলিব।তব চরণ ধরিয়া রব,ওমা করুণা ॥হাছন রাজার মনের আশা,চরণতলে পাব বাসা।হব আমি চির দাসা,ছাড়িয়া যাব না ॥ Views
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...