হাছন রাজায় বলে, একবার আসি
প্রাণ প্রিয়সী লও মোরে কোলে।
দিনে রাইতে তোমার লাগি,
মন প্রাণ জ্বলে ॥

কোলে লইলে ঠাণ্ডা হইব
আমার বুক।
সব দুঃখ দূরে যাবে,
দেখলে চান্দ মুখ ॥

হাছন রাজায় দেখলে নাচবে,
আনন্দিত হইয়া।
নাহি যাব কোন স্থানে,
তোমাকে ছাড়িয়া ॥

সর্বদা থাকিব হাছন রাজা,
রঙ্গে রঙ্গে।
যেখানে যাইবায় তুমি,
ফিরব সঙ্গে সঙ্গে ॥

এই বলিয়া হাছন রাজায়,
নাচন করে সার।
নাচন বিনে নাহি জানে,
অন্য ব্যাপারে ॥

নাচন দেখিয়া প্রাণ প্রিয়সী,
ধইয়া আইল।
হাছন রাজার তরে আসিয়া,
কোলে তুলিয়া লইল ॥

কোলে উঠিয়া হাছন রাজায়,
দেয়রে বাহার।
পিয়ে গিয়ে তিয়ে দেখা,
পাইলাম তোমার ॥