যার লাগি কান্দরে মন
তারে জান না।
যার লাগি ভাবরে মন
মানুষ চেন না ।
দিন তো গেল হেলে হেলে
রাইত তো গেল আন্দে
ভবের লাগি কি কাজ করলায়
মন মুর্শিদ চিন্লায় না ।
লাভ করিতে আইলায় ভবে
মহাজনের ধন লইয়া
লাভে মূলে সব খোয়াইলায় (মন)
হিসাব রাখলায় না ।
দীন হাছন রাজায় বলে
হাছন রে বানিয়া
দুয়াং পাতাইগো রাখছইন
উলুরে গাঁথিয়া ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...