লোকে বলে, ও বলে রে,
ঘর বাড়ি বালা নাই আমার।
কি ঘর বানাইমু আমি
শুন্যের মাঝার ॥
ভালা কইরা ঘর বানাইয়া
কয়দিন থাকমু আর।
আয়না দিয়া চাইয়া দেখি
পাকনা চুল আমার ॥
এই ভাবিয়া হাছন রাজায়
ঘর দুয়ার না বান্ধে।
কোথায় নিয়া রাখবা আল্লায়
তাই ভাবিয়া কান্দে ॥
আগে যদি জানতো হাছন
বাঁচব কত দিন ।
বানাইত দালান কোঠা
করিয়া রঙিন ॥
Song: Loke Bole O Bole Re
Singer: Shiuli Sorkar
Lyric & Tune: Hason Raja
People say, he says,
I don't have a house.
What house will I build?
In the middle of nothing
By building a good house
How many days will you stay?
Look through the mirror
My hair is not ripe.
The king laughs at this thought
Do not close the door of the house.
Where will you keep it?
So thinking and crying.
I would laugh if I knew before
How long will I live?
The building was built
colorful
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...