সোনা বন্ধে আমারে
দেওয়ানা বানাইলো।
দেওয়ানা বানাইল মোরে,
পাগল করিল ॥

আরে না জানি কি মন্ত্র পড়ি
যাদু করিল ।
সোনা বন্ধে আমারে
দেওয়ানা বানাই ॥

কবে ক্ষণে হইল আমার,
তার সঙ্গে দেখা।
অংশীদার নাইরে তার
সে তো হয় একা ॥

রূপের ঝলক দেখিয়ে তার,
আমি হইলাম ফানা।
সে অবধি লাগল আমার,
শ্যাম পিরীতের টানা ॥

হাছন রাজা হইল পাগল,
লোকের হইল জানা ।
নাচে নাচে, ফালায় ফালায়,
আর গায় গানা ॥

মুখ চাইয়া হাসে আমার
যত আরিপরি।
দেখিয়াছি বন্ধের রূপ
ভুলিতে না পারি ॥

মন্দ সন্দ যাই বল,
তার লাগিয়া না ডরি ।
লাজ লজ্জা ছাড়িয়া বন্ধের
থাকব চরণ ধরি ॥

দেওয়ানা হইয়া হাছন,
কিসেতে কি বলে
মার কাট যাই কর
থাকব চরণ তলে ॥

Song: Sona Bondhe Amare
Lyrics: Hason Raja
Singer: Sharmin