মাটির পিঞ্জিরার মাঝে
বন্দি হইয়া রে।
কাঁন্দে হাছন রাজার
মন মনিয়া রে ॥
মায়ে বাপে কইলা বন্দী,
খুশির মাঝারে।
লালে ধলায় হইলাম বন্দী,
পিঞ্জিরার মাঝারে ॥
উড়িয়া যায় রে ময়না পাখি,
পিঞ্জিরায় হইল বন্দি ৷
মায়ে বাপে লাগাইলা,
মায়া জালের আন্দি।
পিঞ্জিরায় সামাইয়া ময়নায়
ছটফট করে।
মজবুত পিঞ্জিরা ময়নায়,
ভাঙ্গিতে না পারে ॥
উড়িয়া যাইব শুয়া পাখী,
পড়িয়া রইব কায়া।
কিসের দেশ কিসের খেশ,
কিসের মায়া দয়া ॥
ময়নাকে পালিতে আছি
দুধ কলা দিয়া ।
যাইবার কালে নিষ্ঠুব ময়নায়
না চাইব ফিরিয়া ॥
হাছন রাজায় ডাকব যখন
ময়না আয়রে আয়।
এমন নিষ্ঠুর ময়নায়,
আর কি ফিরিয়া চায় ॥
Song: Matiro Pinjirar Majhe Bondi Hoiya Re
Singer: Jk Majlish feat. Nodi
Lyric & Tune: Hason Raja
Between the clay cages
Be imprisoned.
King's laughter in tears
Mind you
Kaila is imprisoned by her parents.
In the midst of happiness.
I was trapped in red,
In the middle of Pinjira
The dead bird flies away.
He was imprisoned in Pinjira
Lagaila to mother and father,
Andi of Maya net.
Samaiya Maina in Pinjira
in a hurry
Strong bones are dying,
Can't break
I'll fly away, little bird,
Read it.
What is the country, what is the taste,
What is Maya kindness?
I am in Moynake Pali
Banana with milk.
Cruel death at the time of departure
I don't want to go back.
When I will call the king
Come to Myna Ayre.
In such a cruel death,
What else do you want to return?
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...