মমিন বান্দা হ নমাজ রোজা
দৃঢ় মনে পড়।
আল্লাজির নাম মমিন চিত্তে
করিয় দড় ॥

নমাজ পড় রোজা রাখ
হুকুমও মানিও।
পাঁচ চিজ কনজ্জরা
আমল করিও ॥

নমাজ পড়িতে দিলকে
রুজুও করিও।
আল্লা তোমার সাক্ষাতেতে
মনে দড়াইও ॥

তুমি নাহি দেখ আল্লা,
আল্লায় তোমায় দেখে
এক মনে রাখিও ভাব
আল্লা যে সম্মুখে ॥

ঈমান দড়াইয়া মনে
ছিজদাও দিও।
ছিজদাতে থাকিয়া খুব
আজিজ করিও ॥

কাকুতি মিনতি করিও,
না করিও ভুল ।
ঈমান রাখিও দড়
সকলেরই মূল ॥

এই মতে নমাজ যদি
পড়িবারে পার ।
নবীজীর সফাতে যাইবায়
বেস্তখানা ঘর ॥

সুখে সম্মানে যাইয়া
থাকিবায় ভাই।
খুশিতে রহিবে সদায়
আর দুঃখ নাই ॥

হাছন রাজায় বলে আমার
সুখের কার্য নাই
বন্ধুরে যে সদায় দেখি
এই আমি চাই ॥