মমিন আরে ভাই,
ঈমান রাখিও দড়।
ঈমান না থাকিলে মমিন
কিসের নমাজ পড় ॥

এক আল্লা বিনে রে
শরিক নাহি তাঁর ।
লা শরিক জানিলে মমিন
হইবায় উদ্ধার ॥

লা-ইলাহা ইল্লাল্লাহু
জানিবায় সার।
মোহাম্মদ মুস্তফা নবী
রছুল আল্লার ॥

নবীকে ভেজিলা আল্লা
হেদায়েত কারণ।
কোরান নাজিল কৈলা
অমূল্য রতন ॥

আল্লার কালাম আইল
নবিজীর ঠাঁই।
জিবরিল ফিরিস্তায় কালাম
আনিয়া দিনা ভাই ॥

আল্লার কালামের কথা
জানিবার হক।
নবীজীর হাদিছের কথা
জানিবায় বেশক ॥

ঈমান রাখি, ভাব রাখিও
আর রাখিও ভক্তি,
ঈমানে মরিলে মমিন
পাইবায় মুক্তি ॥

হাছন রাজায় ভিক্ষা চায় ও আল্লা
ঈমান তোমার ঠাঁই
জান বাহির হইতে যেন
তোমায় দেখিয়া যাই ॥