পাগল রে ত্বরাইও নিজে নিজে
তোমার পাগল হাছন রাজায় না বুঝে।

ঘরে বাইরে বাড়িয়ে বাড়িয়ে,
তোমারে খোঁজে
তার কাছে ছাপিয়া থাকা,
তোমার নাহি সাজে ॥

অন্য খানে খুঁজি কেন,
তুমি আমার মাঝে ।
বুকেতে রাখিমু তোরে,
কি ধরাইব লাজে ॥

হাছন রাজা ভক্তি করে
নিজে, নিজেরে পূজে।
আমি তো কিছুই নই,
সকলই তুই যে ॥