পড়িয়ে ভব দরিয়ায় (হায়)
হাছন রাজায় কান্দে হায় ।
আমি যে পরাণে মরি
মায়া কি না লাগে হরি ॥
মইলাম মইলাম তছদ্দুক তোর,
একবার আমার কোলে আয় ॥
আমি যে ডুবিয়ে মরি,
বন্ধের আছে শতেক তরী।
তল হইলাম তল হইলাম,
তবু নাহি উঠায় নায় ॥
হাছন রাজা মরিয়ে যায়
তবু বন্ধের পানে চায়।
বন্ধের প্রেমে মত্ত হইয়ে,
নাচিয়ে নাচিয়ে গান গায় ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...