রঙিলা বাড়ৈ
এই ঘর বানাইয়াছে কলে।
রঙ্গে রঙ্গে ঘর বানাইয়া,
বসি ঘরে খেলে ॥

মাটি দিয়া ঘর বানাইয়া,
চামড়ার দিছে ছানি ।
পত্তন করিয়াছে ঘর
মূলধন তার পানি ॥

(আর) মনির চেরাগ দিছে
টুলির নিচে দিয়া ।
সর্বকার্য করে সে যে,
সেই রওসনী দেখিয়া ॥

কত কোঠা বানাইয়াছে,
দেখতে মনোহর।
সারিসারি কোঠা সব
দেখিতে সুন্দর ॥

কোঠার মাঝে প্যাদা পাইক
আছে সারি সারি।
কোঠায় কোঠায় বসাইয়াছে
কত যে প্রহরী ॥

মলকুতে, মেকাইল দিছে,
ঘুসে আজরাইল ৷
না ছুতে ইছরাফিল খাঁড়া,
মুখে জিব্রাঈল ॥

ঘরখানি বানাইয়া ঘরে
বসিয়া রঙ্গ চায় ।
ছয়টি রিপু দিছে ঘরে
কেমনে খেইড় খেলায় ॥

হাছন রাজায় বলে আমার,
বাড়ৈর হাতে তালা
ঘরের মাঝে বসিয়া কত
রঙ্গে করে খেলা ॥