সাধের হু হু হু হু হু হু রে
তোর মাঝে এতই আল্লার খেলা।
আল্লার নাম বিনে কিছু নাহি
লাগে ভালা ॥
ছয় লতিকায় মার জের্ব
একদিল ভাবিয়া ।
ছাপ হইলে দেখিবায়
শ্যাম বিনোদিয়া।
নাম ধরি টান দিয়া
দম ভিতরে নিও ।
আহ্লাদে বন্ধুয়ার নাম
হৃদয়েতে লইও।
দম ছুড়িতে জরব করিও
হু হু করিয়া।
দিলের উপর মারিও জর্ব
মমতা ভরিয়া ॥
আঁখি মুজিয়া রে ভাই.
আঁখি করিও ঘোর।
প্রেমের ডোরে টান দিলে,
সাহেব আল্লার হুজুর ॥
আশিক হাছন রাজার কইন,
এস্কের হইলে জোর
নাচিয়া কুদিয়া বন্ধু
আসিবা জরুর ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...