সোনা রাধে, সোনা রাধে গো,
আমার মন কেন তোর কাঙ্গালিনী।
আড় নয়নে চাইয়া কেন,
লইয়া যাও মোর প্রাণ ॥
চান্দমুখ দেখিয়া তোমার
বাঁচিতে না পারি ।
আমি তো হইয়াছি তোমার
প্রেমের ভিখারী ॥
আমি যে পাগল তোমার
হইছে জানাজানি ।
ঘরে ঘরে আরিপরিয়ে
করে কানাকানি ॥
শুন, শুন এগো রাধা,
তুমি জগৎ রাণী ।
রাধা বলিয়ে হিন্দুরে ডাকে
আমি নাহি মানি ॥
আল্লা বিনে কিছু নাই,
আর সব ফানী ।
হাছন রাজা ডাকে তোমায়
রহিম ও রব্বানী ॥
রহিম ও রব্বানী ডাকে
আর ডাকে ছুবহানী।
আল্লা আল্লা বলিয়ে ডাকে,
এ বিনে না জানি।
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...