সোনা মুনিব গো বুড়া অক্তে
গোলাম কি আর সহে না।
আজাদ করিয়ে দেও গো মোরে
কাজ করতে পারি না।
গোলামিতে যে যাতনা,
কত দিন খাইতে হয় না ।
কাজের উপর কাজ করতে হয়,
কতদিন করি দুনা ॥
গোলামিতে যে যন্ত্রণা
দিনে রাইতে তাড়না।
জুতা খড়ম মাথা থাকিয়া
একদিনও তো সরে না ॥
বলে হাছন রাজায় মুনিব,
তোমার তো অন্তর জানা।
হাছন রাজা সব ছাড়িয়ে
তোর প্রেমে হইছে ফানা ॥
তুমি বিনে মনে আমার
অন্য কিছু চাহে না ।
তোমার পানে চাইয়া রইছি
অন্য কার্য পারব না ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...