সোনালিয়া দিদি!
সুকনামে ডুবি গেল নাও।
হাছন রাজা বুঝে না তার ভাও ॥
হাছন রাজা রঙ্গি চঙ্গি,
মজাইল হুঙ্গির হুঙ্গি ।
তাই ত বড়ই ঢঙ্গি
পাইয়াছে দাও ॥
হাছন রাজা বুদ্ধিহারা,
হইয়াছে ভব জানের মারা।
দেখায় তাই যে, তারা বারা,
তাইরে বুঝছে মাও ॥
হাছন রাজা কুমতি ছাড়া,
এখন তুমি হুস কর ।
পরকে ছাড়িয়া আপন ধর,
তাঁর গুণাগুণ গাও ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...