তোর সনে মোর কিসের মায়া দয়া
এগো ভবজান গো ।
আমি তো চলিয়া যাইমু,
পড়িয়া রইব কায়া ।
তোমার যত রীতি নীতি
জানিয়াছি আমি ।
দিন কতক পরে ধর
নতুন নতুন স্বামী ॥
কত কত রাজা বাদশা
লইলায় তুমি বর।
তাদের ছাড়িয়া তুমি
কর অন্যের ঘর ॥
হাছন রাজায় বলে পিরীত
করব না গো তোর ।
এমন পিরীত করব, যে হয়,
জন্মে জন্মে মোর ॥
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...