তুমি কে আর আমি বা কে,
তাই তো আমি বুঝি না রে
এক বিনে দ্বিতীয় আমি,
অন্য কিছু দেখি না রে ॥
তুমি হে জগতের কর্তা,
আমি শব্দটিই মিথ্যা।
একা তুমি বিধাতা, তব
শরিক অন্য নাই রে ॥
আমি আমি বলে যারা,
বুঝে না বুঝে না তারা।
লাগিয়াছে সংসারি বেরা,
মূর্খতা ছুটিছে না রে ॥
মিছামিছি বলি আমি
সর্বব্যাপী হওরে তুমি।
সকলই তুই অন্তর্যামী,
তুমি ভিন্ন কিছু নয় রে ॥
হাছন রাজা নামটি দিয়ে,
রহিয়াছ ছাপাইয়ে ।
সবই কর পরদা দিয়ে,
রহিয়াছ ছাপাইয়ে ।
সবই কর পরদা দিয়ে,
দোষের ভাগী হওনা রে ॥
বুঝিয়ে দেখি তুই বৈ,
হাছন রাজা কিছু নই ।
হাছন রাজা যারে কই,
সেও দেখি তুমি ঐ রে ॥
তুমি কে আর আমি বা কে,
তাইতো আমি বুঝি না রে।
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...