আজব এক কলের চুলায়
জল দিলে আগুন জ্বলে
চুলা বানাইলো কোন কৌশলে!!
যেইখানেতে কলের চুলা
সেইখানেতে খোলামেলা
ধনী-মানি পান্তশালায়
আসা যায় দলে দলে।
গরব দুঃখী এতিম খানা
খাইলে কারো পেট ভরে না
তরকারিতে লবন দেয় না
পাক করে গুণীজনে।
দুনিয়ার যতো বান্দা
সবই এই চুলায় রান্ধা
গরম খাদ্য হইলাম রান্ধা
ভাবিয়া কয় জালালে।
Song: Ajob Ak Koler Culay
Singer: Fokir Saheb
Lyrics: Jalal Uddin
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...