আছে কোন মানুষের বাস কোন দলে ৷
ও মন মানুষ মানুষ সবাই বলে ॥
অযোনী সহজ সংস্কার
কারে কি সঙ্গে সাধবো এবার
বড় অগম্ভ মানুষ নিলে
সে মানুষ নিলে ॥
সংস্কার সাধন না জানি
কোথা পাই সহজ কোথায় অযোনী
বেড়াই গোলে হরিবল বলে
ওসে হরিবল বলে ॥
তিন মানুষের করণ বিচক্ষণ
ও তাই জানলে হবে এক নিরূপণ
অধীন লালন প'ল গোলমালে
বিষম গোলমালে ॥
ও মন মানুষ মানুষ সবাই বলে ॥
অযোনী সহজ সংস্কার
কারে কি সঙ্গে সাধবো এবার
বড় অগম্ভ মানুষ নিলে
সে মানুষ নিলে ॥
সংস্কার সাধন না জানি
কোথা পাই সহজ কোথায় অযোনী
বেড়াই গোলে হরিবল বলে
ওসে হরিবল বলে ॥
তিন মানুষের করণ বিচক্ষণ
ও তাই জানলে হবে এক নিরূপণ
অধীন লালন প'ল গোলমালে
বিষম গোলমালে ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...