আছে রে ভাবের গোলা আসমানে
তার মহাজন কোথা ৷
কে জানে কারে শুধাই
সেই কথা ॥
জমিনেতে মেওয়া ফলে
আসমানে বরিষণ হলে
কমে না আর কোন কালে
তার মন-লতা ॥
রবি শশী হয় সৃষ্টি
কারণ দেখ সেই গোলটি
নেগাবান তার দুইটি
আছে যে যথা ॥
ধন্য ধনী ধন্য কারবার
চেয়ে দেখলাম না তার বাড়িঘর
লালন বলে জন্ম আমার
যায় বৃথা ॥
তার মহাজন কোথা ৷
কে জানে কারে শুধাই
সেই কথা ॥
জমিনেতে মেওয়া ফলে
আসমানে বরিষণ হলে
কমে না আর কোন কালে
তার মন-লতা ॥
রবি শশী হয় সৃষ্টি
কারণ দেখ সেই গোলটি
নেগাবান তার দুইটি
আছে যে যথা ॥
ধন্য ধনী ধন্য কারবার
চেয়ে দেখলাম না তার বাড়িঘর
লালন বলে জন্ম আমার
যায় বৃথা ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...